Description
রবের তরে আসো ফিরে বেলা ফুরাবার আগে,
বৈধ পরশে আর্দ্র হয়ে স্বপ্নরা উড়ুক ডানা মেলে।”
_হরহামেশা যার ঠোঁটে নিকোটিনের ধোঁয়া শোভা পায়! মদ কিংবা নেশাতুর জিনিস যার নিত্যদিনের সঙ্গী হয় এবং নিশি গুজরান হয় যার ফোনের ওপাশে উষ্মশ্বাস ছেড়ে কথা বলবার মতন সুন্দরী রমণীদের সাথে।
সে-ই ছেলেটাকেও বিয়ের পিঁড়িতে বসতে বললে
প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলে—মেয়েটি কেমন; ভালো তো নাকি?
_এরপরেও কীভাবে মনে করেন—আপনি নিজেই বেপরোয়া হয়ে, উদাসীনা হয়ে, নিজের চরিত্র মাধুর্যপূর্ণ না-করে, রাতের পর রাত এবং দিনের পর দিন হারাম ও অবৈধ কাজে লিপ্ত হয়ে, আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অসন্তুষ্ট করে বিয়ের সময় জীবনসঙ্গী হিশেবে একজন সুচরিত্র ও আল্লাহভীরু ছেলের প্রত্যাশা করেন?
_দরদি এক ওস্তাদ¹ বারংবার বলতেন,
পুকুরে ‘নাজাসত’ (নাপাক) পড়লে, পানি উঠানোর পূর্বে সে ‘নাজাসতগুলো’ উঠিয়ে নিতে হয়। পুকুরে ‘নাজাসত’ রেখে দিয়ে হাজার বালতি পানি উঠালেও সে-ই পুকুরের পানি কিছুতেই পাক-পবিত্র হয় না। পাক-পবিত্র করতে চাইলে আগে ‘নাজাসত’ উঠিয়ে নিতে হয়। অতঃপর, নির্ধারিত পরিমাণে পানি উঠিয়ে নিলেই সে-ই পুকুরের পানি পাক-পবিত্র হয়।
অতএব, ‘Change yourself’ আগে নিজেকে পরিবর্তন করি। অবৈধ ও হারাম কাজ ছেড়ে দিয়ে নিজের চরিত্র ও বদভ্যাস সংশোধন করতঃ উত্তম জীবনসঙ্গীর প্রত্যাশা করি
Sopnora Dana mele uruk, poro prokash, Edrish al Muhammad
Reviews
There are no reviews yet.