Description
হায়াতের দিন ফুরোলে:
‘জীবনের জাগরণ’ সিরিজ অত্যন্ত সমাদৃত, পাঠকপ্রিয় একটা সিরিজ। আমাদের নৈমিত্তিক ভুল আর ভ্রান্তিগুলোর তালিকা তৈরি করে, গল্প, আড্ডা আর স্মৃতিচারণ করতে করতে এই সিরিজের মাধ্যমে খুঁজে আনা হয় সেই ভুল আর ভ্রান্তির সমাধান।
যাপিত জীবনে জড়িয়ে থাকা সাধারণ ঘটনা, আপাতদৃষ্টিতে যেগুলোকে সামান্য আর ক্ষুদ্র বলে মনে হয়, সেগুলো থেকেও বের করে আনা হয় চিন্তার রসদ। ‘বেলা ফুরাবার আগে’, ‘এবার ভিন্ন কিছু হোক’ বই দুটো ছিলো এই সিরিজের প্রথম দুই কিস্তি। এই সিরিজের তৃতীয় কিস্তি হিশেবে, পাঠকদের কাছে দ্রুতই হাজির হচ্ছি ‘হায়াতের দিন ফুরোলে’ বইটিকে নিয়ে, ইন শা আল্লাহ।
হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ। সেই হিশেব-নিকেষের ঘটনায়, ‘হায়াতের দিন ফুরোলে’ বইটা আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে, ইন শা আল্লাহ।
মা হওয়ার দিনগুলোতে:
মা হয়ে উঠা বিশাল একটা ব্যাপার এবং এর অনুভূতি সত্যিই অসাধারণ। সন্তানের জন্য আমরা কত রাত নির্ঘুম কাটিয়েছি, কত অর্থ তাদের পেছনে ব্যয় করেছি, কতটা সময়, শ্রম ও কষ্ট তাদের জন্য বরাদ্দ করেছি—এসব দিয়ে মাতৃত্বের বিশালতাকে কখনোই পরিমাপ করা যায় না। বরং সন্তানের কাছে কতোটুকু কাছের, কতোখানি আপন হয়ে উঠতে পেরেছি সেটাই মুখ্য বিষয়।
সন্তানদেরকে সত্যিকার মুসলিম হিসেবে বড় করে তোলা বাবা-মা’র সবচেয়ে বড় দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ কাজটি আন্তরিকতার সাথে পালনের জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম বাবা-মা হিসেবে কবুল করে নেন সেই দোয়া করতে হবে।
মুমিন জীবনের আদব:
‘আদব’ হলো মানবজীবনের গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটা। সভ্যতা, ভব্যতা এবং শালীনতা—সবটা গড়ে উঠে আদবের ওপর ভর করে। যে সমাজের মানুষের মাঝে আদবের উপস্থিতি যতো বেশি, সে সমাজ ততোবেশি সুন্দর এবং সুশৃঙ্খল। পক্ষান্তরে যে সমাজে আদবের উপস্থিতি যতো কম, সে সমাজ ততোবেশি বেয়াড়া আর উচ্ছৃঙ্খল।
ইসলামেও আদবের রয়েছে অনন্য স্থান। সকালবেলা ঘুম থেকে জাগা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজ আর কথার রয়েছে আলাদা আলাদা আদব। মানুষের সাথে মেলামেশা, সাক্ষাৎ, খাওয়া-দাওয়া সহ সমস্ত কার্যকলাপের জন্য ইসলাম স্থির করেছে আলাদা মূলনীতি এবং এসব মূলনীতি প্রতিটা মুসলিমকে মেনে চলতে হয়।
দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায় এড়িয়ে যাওয়া হয় এমনকিছু আদবের আলাপ দিয়ে সাজানো হয়েছে ‘মুমিন জীবনের আদব’ বইটি। এই সমস্ত আদব মানবজীবনকে শুধু শৃঙ্খলাবদ্ধই করে না, দারুনভাবে বৈশিষ্ট্যমণ্ডিতও করে। ছোট্ট কিন্তু গুরুত্বপুর্ণ এই বইটি পাঠকের আদব আর আখলাক উন্নীতকরণে দারুন সহায়ক হবে, ইন শা আল্লাহ।
নিকটজনে নারীর দাওয়াহ:
আমরা সকলে চাই আমাদের প্রিয়জনেরা ভালো থাকুক। তাদের ভালো থাকা, তাদের আনন্দ এবং উচ্ছ্বলতার দিনগুলো শীতল করে তোলে আমাদের চোখ। মধুরতম এই সম্পর্কের বাঁধন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে তা আমরা কেউই চাই না। জান্নাতের সবুজাভ আঙিনায়, সুউচ্চ পাহাড় পরিবেষ্টিত মনোরম ঝর্ণার পাড়ে এবং দিগন্তপ্রসারিত জান্নাতী উদ্যানে আমরা আবার একত্রিত হবো, আমাদের সময়গুলো আবার হয়ে উঠবে আনন্দ-মুখরিত—এই ইচ্ছা আমাদের সকলের।
কিন্তু, যদি আমাদেরই কোনো প্রিয়জন জান্নাতে যাওয়ার সুযোগ না পায়? আল্লাহর অবাধ্যতা এবং উদাসীনতা যদি তাকে নিক্ষেপ করে চির দুঃখের জাহান্নামে, আমাদের সেই ইচ্ছা পূর্ণ কীভাবে হবে? প্রিয়জনদের সাথে জান্নাতে যদি একসাথে থাকতে চাই, তাদের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে হবে। তাদেরকে আনতে হবে কুরআনের সংস্পর্শে, নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর আবহে।
একজন নারী কীভাবে তার অতি নিকটজনদের আল্লাহর পথে ডাকবেন, কীভাবে তিনি তাদেরকে বাঁচাবেন জাহান্নামের লেলিহান আগুনের শিখা থেকে এবং কীভাবে তিনি উপলক্ষ হয়ে উঠবেন তাদের জান্নাতে যাওয়ার—সেই পথটুকু বাতলে দিতে পারে ‘নিকটজনে নারীর দাওয়াহ’ বইটি।
hayater-din-furole-o-sukun-publishing-er-notun-3ti-boi, ma howar dingulo, hayater din furale, mumin jiboner adob, nikot jon e narir dawat, arif azad, ummi hasan bintu salim, shaik abu abdul bari hazijahullah, shaik abdul fattah abu guddha , sottayon prokason, sukun publication, abod, aklak, dawah , diner pothe , sontan protipalon
Reviews
There are no reviews yet.